Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০২২

নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট

 

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)

ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফ্যাক্স নং- +৮৮ ০২ ৮১৮১৭৩১
Email: dg_eti@yahoo.com 

 

ভুমিকা:

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার যাত্রা শুরু ১৯৯৫ সালে। এ প্রতিষ্ঠানটি নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনি কর্মকান্ডের সাথে সংশিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটার রেজিস্ট্রেশন কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আসছে। নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইটিআই শুরু থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।



রুপকল্প (vision):

নির্বাচনি প্রশিক্ষণ ও গবেষণার উন্নয়ন এবং পরিকল্পনার দিক থেকে আগামী ২০২১ সালের মধ্যে ইটিআই প্রাতিষ্ঠানিকভাবে উৎকর্ষতা বৃদ্ধি করবে। নির্বাচনের সকল পক্ষকে নির্বাচনি কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করবে।


অভিলক্ষ্য (Mission):

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন এবং পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন বাংলাদেশ এর নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের জ্ঞান দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের জনগনের জন্য অবাধ সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও কার্যকর নির্বাচনের ব্যবস্থা করে যাচ্ছে।


ভৌত অবকাঠামো:
প্লট-ই, ১৪/জেড এ, আগারগাঁও, শেরেবাংলা নগরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট অবস্থিত। নির্বাচন ভবনের পাশেই ইহা অবস্থিত। আবাসিক সুযোগ সুবিধা সম্বলিত সুসজ্জিত ইটিআই ভবন ১২(বারো) তলা বিশিষ্ট। 

তথ্য যোগাযোগ ও গ্রন্তাগার: 
আগত প্রশিক্ষণার্থী ও অনুষদ সদস্যদের সুবিধার জন্য ৪১৫৩ টি বই সাময়িকী এবং গবেষণা পেপার সম্বলিত একটি বিশেষায়িত লাইব্রেরি রয়েছে।

কম্পিউটার ল্যাব:
আধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা সম্বলিত দু’টি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন। কম্পিউটার ল্যাবে WIFI সুবিধা থাকবে। 

ল্যাঙ্গুয়েজ ল্যাব:
একটি ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠার কার্যক্রমও প্রক্রিয়াধীন। ল্যাবটি প্রস্তুত করা গেলে নির্বাচন কমিশনের কর্মকর্তা/কর্মচারীরা ইংরেজি সহ অন্যান্য ভাষা শেখার সুযোগ পাবে। 

আবাসিক এবং ক্যাফেটেরিয়া: 
ইটিআই এ আবাসিক, ক্যাফেটেরিয়া এবং ডাইনিং সুযোগ সুবিধা রয়েছে। ৮ম তলায় খাবার পরিবেশনের জন্য ১৬০ আসনের একটি ডাইনিং স্পেস রয়েছে।  ৯ম তলা হতে ১২তম তলা পর্যন্ত ৭২ জন পুরুষ ও ২৫ জন মহিলা সহ  ৯৯ জন প্রশিক্ষণার্থীর আবাসিক সুবিধা রয়েছে।

সম্মেলন কক্ষ:
২০০ আসন বিশিষ্ট একটি সম্মেলন কক্ষ রয়েছে। প্রশিক্ষণার্থীদের জন্য সম্মেলন কক্ষে যোগব্যায়ামের ব্যাবস্থা সহ ইনডোর খেলাধুলার ব্যবস্থা রয়েছে।

অনুষদ:
প্রশিক্ষণ এবং গবেষণার কাজে নিয়োজিত একদল কর্মকর্তা নিয়ে ইটিআই পরিচালিত হচ্ছে। ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন মহাপরিচালক, ২জন পরিচালক, ৩ জন উপ-পরিচালক, ৪ জন সহকারী পরিচালক, ১ জন প্রোগ্রামার, ১ জন সহকারী প্রোগ্রামার, ১ জন লাইব্রেরিয়ান, ১৪ জন তৃতীয় শ্রেণি, ১৮ জন ৪র্থ শ্রেণির জনবল কর্মরত রয়েছে।

প্রশিক্ষক/অতিথি বক্তা:
প্রশিক্ষকদের মধ্যে বেশীর ভাগই নির্বাচন কমিশন সচিবালয়ের/সরকারের অন্যান্য মন্ত্রণালয় কিংবা বিভাগ থেকেও প্রশিক্ষক আনা হয়। অনেক সময় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় নিবাচন কমিশনারবৃন্দ তাঁদের জ্ঞানগর্ভ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রশিক্ষণার্থীদের মাঝে প্রদান করেন। 
 

অনুষদ সদস্য:

কর্মকর্তাদের নাম, পদবি ও ফোন নম্বর:

 ক্রমিক  নাম  পদবি  ফোন নম্বর

০১.

জনাব মোঃ আবদুল বাতেন

মহাপরিচালক

০২-৫৫০০৬৫০৫

০২-৫৫০০৬৫০৬

 ০২.

জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী

 পরিচালক (প্রশিক্ষণ)

 ০২-৫৫০০৬৫০৩
 

 ০৩.

জনাব মোঃ দেলোয়ার হোসেন

 পরিচালক (প্রশাসন) ০২-৫৫০০৬৫০২
 
০৪.

জনাব মোঃ আব্দুল মমিন সরকার

উপ সচিব (সংযুক্ত)  
০৫.

জনাব মোহাম্মদ মোশারফ হোসেন

উপ-পরিচালক (গবে: ও ডকু:)  

০৬.

জনাব সহিদ আব্দুস ছালাম

উপ-পরিচালক (প্রশাসন)

০২-৫৫০০৬৫০৪
 ০৭.  জনাব মুহাম্মদ ফজলুর রহমান  উপ-পরিচালক (স্থানীয়)  ০২-৫৫০০৬৫০১
 ০৮. জনাব মোঃ জাহাঙ্গীর আলম অতি: জেনিঅ, সংযুক্ত ইটিআই  
 ০৯.  জনাব সাব্বির আহ্‌মদ  উপ-পরিচালক (জাতীয়)  ০২-৫৫০০৬৫০৭
১০.  জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন  সহকারী পরিচাল (প্রশি:-২) ০২-৫৫০০৭৪৯৫
 ১১.  জনাব মোছা: সিরাজুম মনিরা চৌধুরী  সহকারী পরিচালক
(প্রশি:-১)
 ০২-৫৫০০৭৪৯৪
১২. জনাব ফাহমিদা সুলতানা সহকারী পরিচালক (গবেষণা ও মূল্যায়ন) ০২-৫৫০০৭৪৯৮
১৩. জনাব হাবিবা আখতার  সহকারী পরিচালক
(সংযুক্ত)
 
১৪. জনাব ওয়াজাহাত নুর  সহকারী পরিচালক
(প্রশি:-৩)
 
১৫. জনাব তানজুমা হাসান অর্চি  সহকারী পরিচালক
(প্রশাসন)
০২-৫৫০০৭৪৯৯
১৬. ডা. চৌধুরী মুমতাহিনাহ্ কুদছিয়াহ্ মেডিকেল অফিসার  
১৭. জনাব মোঃ নাসিমুল হক লাইব্রেরীয়ান ০২-৫৫০০৬৫১০
১৮. জনাব শধাংশু কুমার সরকার সহকারী পোগ্রামার ০২-৫৫০০৭৪৯৭

 

বর্তমান কার্যক্রম:

কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নিম্নের প্রশিক্ষণ কোর্সগুলো চলছে:

(১)      অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ;

(২)      বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ) উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ;

 

সম্ভাব্য প্রশিক্ষণ পরিকল্পনা

ক্রমিক

প্রশিক্ষণ কোর্সের নাম

 ব্যাচ সংখ্যা

কর্ম দিবস

প্রশিক্ষণার্থীদের সংখ্যা (ব্যাচ ভিত্তিক)

০১.

Professional English Language Course

০৮

২০

৩৫

০২.

ICT Course

০৮

২০

৩৫

০৩.

ই-ফাইলিং কোর্স

৩২

০২

৩৫

০৪.

e-Government Procurement (e-GP) System Course

১৮

০৫

৩৫

০৫.

নব নিয়োগপ্রাপ্ত এবং পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য অফিস, আর্থিক ব্যবস্থাপনা এবং নির্বাচনি বিধি-বিধান সংক্রান্ত প্রশিক্ষণ

০৪

১২

৩৫

০৬.

প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য অফিস, আর্থিক ব্যবস্থাপনা এবং নির্বাচনি বিধি-বিধান সংক্রান্ত প্রশিক্ষণ

১৪

১২

৩৫

০৭.

সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের প্রশিক্ষণ

০৬

০৫

৩৫

০৮.

কর্মকর্তা এবং কর্মচারীদের “Computer Basic &  Advance Course”

২৭

১২

৩৫

০৯.

প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য বিভিন্ন নির্বাচনের প্রাসঙ্গিক আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ

১৪

১২

৩৫

১০.

ইংরেজী ভাষা (Communicative English) সংক্রান্ত প্রশিক্ষণ

১৯

১২

২৫-৩৫

১১.

বিভিন্ন নির্বাচন উপলক্ষ্যে রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারদের ব্রিফিং সেশন 

--

০১

৩৫

12.

বিভিন্ন নির্বাচন উপলক্ষ্যে রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার ও সহায়ক কর্মচারীদের জন্য ইএমএস, সিআইএমএস এবং আরএমএস সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ

--

০১

৩৫

13.

জাতীয় সংসদ সাধারণ/ উপ-নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ) উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ

--

০১

৩৫

14.

নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের অফিস সহায়কদের জন্য প্রশিক্ষণ

১৫

০৫

৩৫

15.

নব নিয়োগপ্রাপ্ত এবং পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের “ওরিয়েন্টেশন কোর্স”

--

১২

৩৫

 

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এবং এ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় মাঠ পর্যায় আয়োজিত বছর ভিত্তিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সংখ্যা:

 

ক্রমিক

বছর

প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের সংখ্যা

০১.

এপ্রিল ১৯৯৫ হতে ডিসেম্বর ১৯৯৫

১১১৬

০২.

১ জানুয়ারী, ১৯৯৬ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৬

৭৩৯

০৩.

১ জানুয়ারী, ১৯৯৭ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৭

৩,৯৯,৩৭৮

০৪.

১ জানুয়ারী, ১৯৯৮ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৮

১০,৪৭৮

০৫.

১ জানুয়ারী, ১৯৯৯ হতে ৩১ ডিসেম্বর, ১৯৯৯

৪১,৪০৮

০৬.

১ জানুয়ারী, ২০০০ হতে ৩১ ডিসেম্বর, ২০০০     

৩,৬২,২৬৯

০৭.

১ জানুয়ারী, ২০০১ হতে ৩১ ডিসেম্বর, ২০০১     

৬,৬৮,৫৪০

০৮.

১ জানুয়ারী, ২০০২ হতে ৩১ ডিসেম্বর, ২০০২  

৩৫,০৭৮

০৯.

১ জানুয়ারী , ২০০৩ হতে ৩১  ডিসেম্বর, ২০০৩

৫,১৬,০৯৭

১০.

১ জানুয়ারী , ২০০৪ হতে ৩১  ডিসেম্বর, ২০০৪

৫৪,২৯৫

১১.

১ জানুয়ারী, ২০০৫ হতে ৩১  ডিসেম্বর, ২০০৫       

৩,০৩,৭৬৫

১২.

১ জানুয়ারী, ২০০৬ হতে ৩১ ডিসেম্বর, ২০০৬  

৬,৭১৪

১৩.

১ জানুয়ারী, ২০০৭ হতে ৩১  ডিসেম্বর, ২০০৭

১,৫৮,০৫৭

১৪.

১ জানুয়ারী, ২০০৮ হতে ৩১  ডিসেম্বর, ২০০৮

৯,৬১,০৮৬

১৫.

১ জানুয়ারী, ২০০৯ হতে ৩১  ডিসেম্বর, ২০০৯ 

৯৯,৭২৫

১৬.

১ জানুয়ারী, ২০১০ হতে ৩১  ডিসেম্বর, ২০১০

২৫,৬৫৫

১৭.

১ জানুয়ারী, ২০১১ হতে ৩১  ডিসেম্বর, ২০১১

৭,৬৬,৬৩৬

১৮.

১ জানুয়ারী, ২০১২ হতে ৩১  ডিসেম্বর, ২০১২

১,০৮,৯৬৫

১৯.

১ জানুয়ারী, ২০১৩ হতে ৩১ ডিসেম্বর, ২০১৩ 

৩,৩৮,০৩২

 ২০.

 ১ জানুয়ারী, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৪

 ৭,৯৬,১৩৮

 ২১.

 ১ জানুয়ারী, ২০১৫ হতে ৩১ ডিসেম্বর, ২০১৫

 ২,০০,৩৫৬

 ২২.

 ১ জানুয়ারী, ২০১৬ হতে ৩১ ডিসেম্বর, ২০১৬

 ৭,৬৬,০৮৬

 ২৩.

১ জানুয়ারি, ২০১৭ হতে  ৩১  ডিসেম্বর,২০১৭

১,৩৬,৫৪৮

২৪.

১ জানুয়ারি, ২০১৮ হতে  ৩১  ডিসেম্বর,২০১৮

৮,৫১,৯৫৬

২৫.

১ জানুয়ারি, ২০১৯ হতে  ৩১  ডিসেম্বর,২০১৯

৮,৮১,০২৯

২৬.

১ জানুয়ারি, ২০২০ হতে  ৩১  ডিসেম্বর,২০২০

২,৩৪,৮৯৬


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon